পাবনা মেডিকেল কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালিত
আজ ১৫ই আগস্ট ২০১৯, বৃহস্পতিবার, পাবনা মেডিকেল কলেজ এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় "জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯" পালিত হয়। এ উপলক্ষ্যে পাবনা মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নিরঞ্জন চন্দ্র বসাক-এর নেতৃত্বে “পাবনা জেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে” সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কলেজ অডিটরিয়ামে "বঙ্গবন্ধুর জীবনাদর্শ" শীর্ষক আলোচনা সভা এবং শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নিরঞ্জন চন্দ্র বসাক। উক্ত অনুষ্ঠানে পাবনা মেডিকেল কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস